যতোই দিন যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন ততোই বাড়ছে।
সর্বশেষ বাংলাদেশ মিশনের প্রেস কাউন্সিলর মুহম্মদ ইকবাল হোসেনের ভিসা নবায়নের বিষয় ঝুলিয়ে রাখার প্রতিবাদে ঢাকার ইসলামাবাদ মিশন পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রেখেছে। এতে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে গত ২০১৩ সালে পাকিস্তান নাক গলালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যার জের ধরে উভয় পক্ষই দুই দেশের কূটনীতিকদের ফিরিয়ে নিতে বাধ্য করে।