মহাকাশে নজরদারি বাড়াতে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক

মহাকাশে নজরদারি বাড়াতে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-২বি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

ভারত জানিয়েছে, অত্যাধুনিক স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন অবস্থাসহ যেকোনও আবহাওয়ায় কাজ করবে।

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে মঙ্গলবার থেকেই কাউন্ট-ডাউন শুরু হয়৷ ভোরে পিএসএলভি সি-৪৬ রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রিস্যাট-২বি স্যাটেলাইট৷ পিএসএলভি সি-৪৬ পৃথিবীর বলয় ছাড়তে সময় নেয় ১৫ মিনিট৷

ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন৷ তার দাবি, এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন৷ প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে৷

রিস্যাট-২বি হলো ইসরোর ৪৮ তম মিশন। এটি মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে৷ সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট৷

নতুন এই উপগ্রহের ওজন ৬১৫ কিলোগ্রাম৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে আগে মহাকাশ গবেষণায় নতুন এ সাফল্য দেখালো ভারত।

২০০৯ সালে মহাকাশে পিএসএলভি সি-৪৬ এর স্যাটেলাইট রিস্যাট-২ পাঠিয়েছিল ভারত৷ এবার পাঠানো হলো তারই উন্নততর সংস্করণ রিস্যাট-২বি৷

রিস্যাট-২বি’র সিনথেটিক অ্যাপারচার ২৪ ঘণ্টাই মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে সক্ষম৷ এমকি মেঘলা আবহাওয়াতেও এই উপগ্রহ পরিষ্কার ছবি পাঠাতে পারবে৷ পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে বলে আশা করছেন ইসরো কর্মকর্তারা৷ সীমান্তের নজরদারিতেও বিশেষভাবে কাজে আসবে রিস্যাট-২বি৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে