প্রধানমন্ত্রীর নির্দেশনা : ডোপ টেস্টে কেউ ধরা পড়লেই আউট

ডেস্ক রিপোর্ট

ডোপ টেস্ট
ফাইল ছবি

সব শ্রেণির মানুষের ডোপ টেস্ট করার ব্যাপারে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। চাকরিরত অথবা কেউ চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মিললে তাকে বহিষ্কার বা চাকরিতে না নেয়ার সুপারিশ করা হয়েছে।

সেই সঙ্গে মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করারও প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে তিনি বলেন, ডোপ টেস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- ডোপ টেস্টে কেউ ধরা পড়লেই আউট।

এছাড়া রাজধানীর যানজট নিয়ে কমিটি আলোচনা করেছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই সেসব প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠাতে বলা হয়েছে যেন রাস্তায় গাড়ি পার্কিং না করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বলেন, যেখানে প্রয়োজন হবে সেখানেই ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে কেউ আউট হলে, সে আউট। চাকরিতে নিয়োগ বা চাকরিরত অবস্থায় ডোপ টেস্টে আউট হলে সবাই সর্তক হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে