কলমাকান্দায় ধান কেনায় বিলম্ব, হতাশ কৃষক!

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারিভাবে এখনো ধান ক্রয় শুরু হয়নি। যার ফলে প্রান্তিক কৃষকরা হাট-বাজারের ফরিয়া ও দালালদের কাছে কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এতে প্রতি মণ ধানে কৃষকের লোকসান দিতে হচ্ছে সাড়ে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা।

সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে গত ২৫ এপ্রিল থেকে সরাসরি ধান ক্রয়ের সরকারি নির্দেশনা থাকলেও কলমাকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস অজ্ঞাত কারণে গত ২৮ দিনেও ধান ক্রয় শুরু করেনি। 

অথচ কলমাকান্দা উপজেলায় কৃষকরা ধান কাটা শুরু করেছেন প্রায় ৩ সপ্তাহ ধরে। হাট-বাজারে ধানের আমদানি প্রচুর হলেও ক্রেতার অভাবে তারা কম মূল্যে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এ যেন দেখার কেউ নেই! 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে