পাসপোর্ট জালিয়াতি করে বিদেশে পাড়ি দেওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন দুই রোহিঙ্গা নারী। তবে উড়োজাহাজে ওঠার আগ মুহূর্তে ধরা পড়েছেন তারা।
শনিবার সকালে বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক দুই নারীর একজনের বয়স ৫৮, অন্য জনের ৬৩ বছর।
ঢাকা মহানগর এসবির বিমান বন্দর জোনের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান সাংবাদিকদের জানান, আটক দুই নারী ওমরাহ পালনের কথা জানিয়ে সৌদিতে যেতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ঢাকা থেকে গত মাসে ওই দুই নারীর পাসপোর্ট করা হয়, তাতে একজনের বাড়ি চট্টগ্রাম এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জ দেখানো হয়েছে।