বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, কোপা দেল রের শিরোপা জিতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনাল হারের ব্যথা উপশম করতে চান তিনি! চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেও অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারায় শিরোপা স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় বার্সার। সেই হারকে ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্ত’ হিসেবে আখ্যা দেন মেসি।
বাংলাদেশ সময় আজ রাত ১ টায় কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ফাইনালের আগে গত ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। সেখানে জানা গেলো, তার ভাবনাজুড়ে এখনও ৭ মে’র সেই দুঃস্বপ্নের স্মৃতি। মেসি বলেন, ঐ পরাজয় আমাদের অনেক বড় আঘাত দিয়েছিল। তাই কোপা দেল রে জিতে মৌসুম শেষ করা হবে অনন্য এক ব্যাপার।’
- আরও পড়ুন>> আওয়ামী লীগে বঞ্চিতদের ভাগ্য খুলছে
২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে পরাজয়ের সাথে এবারের চ্যাম্পিয়নস লীগ ট্র্যাজেডির তুলনা করে মেসি বলেন, ‘দুইটি পরাজয় দু’রকমের। কিন্তু তিন গোলের ব্যবধানে এগিয়ে থাকার পরেও ম্যাচ হারা খুবই অপ্রত্যাশিত এবং কষ্টের।’
৩১ বছর বয়সী এই স্ট্রাইকার দলের চ্যাম্পিয়নস লীগ ব্যর্থতায় কোচ আরনেস্টো ভালভার্দের পাশে দাঁড়িয়েছেন। বার্সা বসকে সমর্থন জানিয়ে মেসি বলেন, ‘আমি চাইব সে যাতে আগামী মৌসুমেও আমাদের সাথে থাকে। গত বছর আমরা ‘ডবল’ জিতেছি, এ মৌসুমেও আমাদের সামনে জয়ের সুযোগ রয়েছে।’