ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ মণ অপরিপক্ক আম ধ্বংস

সারাদেশ ডেস্ক

আশুলিয়ায় ১৫ মণ অপরিপক্ক আম ধ্বংস
আশুলিয়ায় ১৫ মণ অপরিপক্ক আম ধ্বংস। ছবি - সংগৃহিত

অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে পাকানো সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ১৫ মণ আম ধ্বংস করা হয়েছে । তবে অসাধু ফল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। 

আজ শনিবার দুপুর ১টার দিকে বাইপাইল কাঁচাবাজারের ফলের আড়তে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইবনে সাজ্জাদ।  

এসময় ফলের আড়তে নির্ধারিত সময়ের আগেই আনা বিপুল পরিমাণ অপরিপক্ক ল্যাংড়া, হিম সাগর ও ফজলি আমে কেমিক্যাল মিশ্রিত হওয়ায় সেগুলো ধ্বংস করা হয়। 

universel cardiac hospital

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে সাজ্জাদ জানান, মৌসুমের আগেই অপরিপক্ক ও কেমিক্যাল মিশ্রিত ফল বাইপাইল ফলের আড়তে বিক্রির সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৌসুম না হলেও ল্যাংড়া, হিম সাগর ও ফজলি জাতের কেমিক্যাল মিশ্রিত আম বেশ কিছু দোকানে পাওয়া যায়। পরে বিভিন্ন দোকানের প্রায় ১৫ মণ আম ধ্বংস করা হয়। 

তিনি বলেন, অতিরিক্ত লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী মৌসুমের আগেই এসব আম কেমিক্যাল দিয়ে কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারে বিক্রি করছেন। কেমিক্যাল দিয়ে পাকানোর কারণে এসব আমের বাইরে অংশ নরম ও ভেতরের আঁটি অপুষ্ট থাকে। রমজান মাসে রোজাদাররা কৃত্রিমভাবে পাকানো কেমিক্যালযুক্ত বিষাক্ত এই আম খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই পুরো রমজান মাসজুড়েই এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে