ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে তার পদত্যাগের ইচ্ছাকে সরাসরি নাকচ করে দিয়েছেন দলের সামনের সারির নেতারা।
শনিবার সকাল ১১টায় নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে (ওয়ার্কিং কমিটি) সভাপতির পদ থেকে ইস্তফার প্রস্তাব দেন রাহুল। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ দলের শীর্ষ নেতৃত্বরা হাজির ছিলেন।
জি নিউজের খবরে বলা হয়, রাহুলের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। গোটা রাজনৈতিক মহলে এ দিন সবচেয়ে বড় চর্চার বিষয় ছিল রাহুলের পদত্যাগের বিষয়টি। কিন্তু রাহুলকে বিরত করলেন অন্য নেতারা। দলের সভাপতি হিসেবে রাহুলকেই কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তারা।
রাহুলকে সামনে রেখেই মোদির বিরুদ্ধে লড়াই করেছিল শত বছরের প্রাচীন দলটি। কিন্তু মোদির সামনে টিকতেই পারেননি রাহুল গান্ধী। আগেরবারের তুলনায় আরও ২৩টি আসন বাড়িয়ে সর্বমোট ৩০৩টি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছে বিজেপি। আর মাত্র ৫২টি আসনেই থেমে গেছে কংগ্রেস।