উত্তরায় পানির সংকট চরমে

মহানগর প্রতিনিধি

রাজধানীর উত্তরার কামারপাড়া, শাপলার মোড়সহ বেশ কয়েকটি এলাকায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। চরম ভোগান্তিতে পড়ে অনেকটা অসহায় জীবন যাপন করতে হচ্ছে এলাকাবাসীকে। ওয়াসা, সিটি করপোরেশনের কাছে নিয়মিত ধরণা দিয়েও সমস্যার সমাধান হচ্ছে না।

উত্তর সিটি করপোরেশনের উত্তরার কয়েকটি এলাকা, ৫৪ নং ওয়ার্ডের কামারপাড়া, খায়ের টেক, শাপলার মোড়সহ কয়েকটি এলাকায় এখন পানির তীব্র সংকট।

রাস্তা খুড়ে ওয়াসার লাইন কেটে পানি নেয়ার জন্য চেষ্টা করছে ভুক্তভোগিরা। তবে লাইনেও নেই পানি। তিনদিন ধরে একেবারেই পানি দিচ্ছে না ওয়াসা।

রমজানের শুরু থেকেই পানির সংকট, অভিযোগ এলাকাবাসীর। প্রায় তিন কিলোমিটার দূর থেকে পানি নিচ্ছেন কামারপাড়ার লোকজন। পানের জন্যে কেনা হচ্ছে বোতলজাত পানি।

উত্তরার ১০ নং সেক্টরের ওয়াসার পানির পাম্পে বন্ধ। পাম্প অপারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা পানি সংকটের কোনো কারণ বলতে পারেননি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে