ভোর থেকেই কার্ডিফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনও খানিকটা বাড়ল বৃষ্টির বেগ, কখনও কমল। এক পর্যায়ে থামলও। কিন্তু কেবলই ক্ষণিকের জন্য। আবার শুরু হলো বৃষ্টি। তাতে খেলা আর শুরু হতে পারল না। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের আগে বাংলাদেশের এটি ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ, পাকিস্তানের দ্বিতীয়। বৃষ্টির কারণে টসই হতে পারেনি কার্ডিফে।
বৃ্ষ্টির বেগ কখনোই খুব তীব্র ছিল না। তবে পড়েছে টানা। কালো মেঘের আড়াল থেকে কয়েকবার সূর্য উঁকি দিয়েছে বটে। কিন্তু ঝির ঝির বৃষ্টি ছিলই।
দুপুর দেড়টার দিকে প্রথমবারের মতো থামে বৃষ্টি। কিন্তু মিনিট পনের পরে শুরু হয় আবার। স্থানীয় সময় দুইটায় ঘোষণা দেওয়া হয়, ম্যাচ পরিত্যক্ত।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার এই মাঠেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে নিউ জিল্যান্ডের কাছে।