ভেনিজুয়েলায় বাইরের হস্তক্ষেপ মানবে না রাশিয়া

ডেস্ক রিপোর্ট

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশ ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তিগুলোর যেকোনো হস্তক্ষেপের ঘোর বিরোধী। তিনি শুক্রবার মস্কোয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

রিয়াবকভ বলেন, ভেনিজুয়েলায় বিদেশি সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না রাশিয়া। মস্কো মনে করে, ভেনিজুয়েলার চলমান সংকট নিরসনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।

universel cardiac hospital

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ভেনিজুয়েলার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে নিঃশর্ত সংলাপ আয়োজনের পক্ষপাতী।

গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে এক জনসভায় নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এ ঘোষণার পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো সরকারকে উৎখাতের জন্য ভেনিজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ জোরদার করেন এবং একাধিকবার দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তবে রাশিয়া ভেনিজুয়েলায় যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে