আইসিসির অফিসিয়াল ফটোশ্যুটে মাশরাফিরা

ক্রীড়া ডেস্ক

আইসিসির অফিসিয়াল ফটোশ্যুটে মাশরাফিরা
আইসিসির অফিসিয়াল ফটোশ্যুটে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে আইসিসির অফিশিয়াল ফটোশ্যুটে অংশ নিয়েছে বাংলাদেশ। নানা ভঙ্গিতে ব্যাট বল হাতে জার্সি পরে ক্যামেরার সামনে নিজেদের উপস্থাপন করেন মাশরাফি, সাকিব, তামিমরা।

দেশের মাটিতে বিশ্বকাপের জার্সি গায়ে ছবি তোলার পর্ব শেষ হয়েছে আগেই। এবার আইসিসির অফিশিয়াল ফটোশ্যুটে অংশ নিলো বাংলাদেশ। যেখানে অধিনায়ক মাশরাফি থেকে শুরু করে সাকিব, তামিম, মুশফিকসহ আছেন মিরাজ, মোস্তাফিজ, লিটনরাও।

চাপ নিতে চায়না লাল সবুজের প্রতিনিধিরা

বিশ্বকাপের আগে কোন চাপ নিতে চায়না লাল সবুজের প্রতিনিধিরা। ছবি তোলার সময় তাই যেনো স্পষ্ট ফুটে ওঠে টাইগারদের চোখে মুখে। একেবারে নির্ভার একটি দল। অন্তত তাদের অঙ্গভঙ্গি তেমন কিছুই বলছে। সবাই মিলে মজা করলেন, দিলেন ভক্ত সমর্থকদের।

universel cardiac hospital

শুধু ছবি তুলে নয়। ব্যাট বল হাতে আবার কখনো বা সেলফি তোলার ভঙ্গিতে নিজেদের উপস্থাপন করেন টাইগাররা। এছাড়া আইসিসির অফিশিয়াল পেজে স্বাক্ষর করেন সবাই।

এদিকে, বাংলাদেশ ছাড়াও আইসিসির অফিশিয়াল ফটোশ্যুটে অংশ নিয়েছে ভারতও। ধোনি, কোহলি, ধাওয়ান, হার্দিক পান্ডিয়া সবাই ভিন্ন ভিন্ন অঙ্গ ভঙ্গিতে উপস্থাপন করেন নিজেদের। কেউ কেউ আবার জেমস বন্ড ভঙ্গিতেও দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। বিশ্বকাপের আগে দুষ্টুমিতে মেতে ওঠেন নিজেদের উৎফুল্ল করতে।

ফটোশ্যুটে অংশ নেয় উইন্ডিজরাও। ক্রিস গেইল, জেসন হোল্ডার, শেই হোপ, হেটমায়াররা যেনো আনন্দের নতুন এক উপলক্ষ খুঁজে পায়। এসময় নানা ভাবে ছবি তোলার পাশাপাশি নেচে-গেয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন ক্যারিবীয়রা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে