বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশের ৫ ম্যাচের টিকিট শেষ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল
বাংলাদেশ দল। ফাইল ছবি

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মূল লড়াইয়ের জন্য। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে নিজ নিজ দেশের সাফল্যের জন্য। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলেও আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ। এদিকে, ব্রিটিশ পত্রিকা দ্য সান জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের পাঁচটি ম্যাচের টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সব টিকিট শেষ। ইংল্যান্ডে বিপুলসংখ্যক বাংলাদেশির বাস। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে দর্শকদের যথেষ্ট আগ্রহ ছিল। সাম্প্রতিক সময় বাংলাদেশের পারফরম্যান্স এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

আগামী ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি হবে লন্ডনের বিখ্যাত দ্য ওভালে, ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা ‘লাকি গ্রাউন্ড’ কার্ডিফে—৮ জুন। ব্রিস্টলে ১১ জুন শ্রীলঙ্কা, এজবাস্টনে ২ জুলাই ভারতের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। বাংলাদেশের শেষ ম্যাচ ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে।


তবে টিকিট কেনায় এবারের বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটভক্তরা। ইংল্যান্ড-বাংলাদেশ ও ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম—৪০ পাউন্ড করে। তবে এ দুই দলের বাকি ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ৫৫ পাউন্ড। বড় ম্যাচগুলোতে এই সর্বনিম্ন মূল্যই বেড়ে দাঁড়াচ্ছে ৭০ পাউন্ড। বেশির ভাগ ম্যাচের অধিকাংশ টিকিটের মূল্য ১০০ পাউন্ড ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে