ইরানের নথি চুরি করে মোসাদ পাচ্ছে শীর্ষ প্রতিরক্ষা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নথি চুরি করে মোসাদ পাচ্ছে শীর্ষ প্রতিরক্ষা পুরস্কার
ছবি : ইন্টারনেট

ইসরায়েল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের পুরস্কৃত করতে যাচ্ছে। ইরানের পরমাণু অস্ত্রের নথি হাতিয়ে আনার স্বীকৃতিস্বরূপ চলতি বছর দেশটির নিরাপত্তা পুরস্কার দেয়া হবে গোয়েন্দা সংস্থাটিকে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

জানা গেছে, ইরানের পরমাণু অস্ত্রের নথি রাখা একটি গুদামে ঢুকে তা নিজ দেশে নিয়ে আসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তারা।

গত বছর মোসাদ গোয়েন্দাদের ইরানে গোপন অভিযান ছিল এটি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের পরমাণু সংরক্ষণাগারে ঢুকে সেখান থেকে নথিপত্র চুরি করে নিয়ে যায় মোসাদের গোয়েন্দারা।

এভাবে কয়েক হাজার ইরানি পরমাণু নথি ইসরায়েলে নিয়ে গিয়েছিল তারা। ওই নথিতে দেখা গেছে, ইরান অতীতে পরমাণু অস্ত্র নির্মাণে কাজ করেছে।

গত বছরে তেহরান থেকে চুরি করে নিয়ে আসা ওই নথির ওপর ভিত্তি করেই ইরানের সঙ্গে বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে