এবারের বিশ্বকাপ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক : ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক

ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম। ফাইল ছবি

আর মাত্র দুদিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টটি কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ক্রিকেটবোদ্ধারা যে যার মতো করে ভবিষ্যদ্বাণী করছেন।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম মনে করেন, ক্রিকেটের সর্বোচ্চ আসরটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক।

পঞ্চমবারের মতো ক্রিকেটের শোপিস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এ নজির আর কোনো দেশের নেই। এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অংশগ্রহণকারী ১০ দেশ গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগপর্বে সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

আগামী ১৪ জুলাই শেষ চারের সেরা দুদল ফাইনালে শিরোপার জন্য লড়বে। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনের এই টুর্নামেন্টে। এর আগে ১৯৯২ বিশ্বকাপে এই ফরম্যাটে খেলা হয়।

ওয়াসিম আকরাম বলেন, ১৯৯২ বিশ্বকাপের ফরম্যাটে হবে এবারের বিশ্বকাপ। প্রথম পর্বে কোয়ালিফাই হতে প্রতিটি দল অনেক সুযোগ পাবে। শক্ত প্রতিযোগিতা হবে। অভূতপূর্ব ক্রিকেট দক্ষতা দেখার আশা করছি।

এখন পর্যন্ত একবার বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ১৯৯২ সালে ইমরান খানের অসাধারণ নেতৃত্বে বিশ্ব ট্রফি জেতে দলটি। বিশ্বকাপজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াসিম।

১৯৯৯ সালে নিজের নেতৃত্বে দলকে ফাইনালে তুলে স্বপ্নভঙ্গ হয় ওয়াসিমের। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে