নজরুল পুরস্কার পেলেন ড. তপন বাগচী

স্টাফ রিপোর্টার

সাহিত্য ও নজরুল গবেষণার স্বীকৃতিস্বরূপ কবির জন্মস্থান ভারতের চুরুলিয়ার ঐতিহ্যবাহী নজরুল একাডেমির ‘নজরুল পুরস্কার’ পেলেন বাংলা একাডেমির উপপরিচালক কবি ও গবেষক ড. তপন বাগচী।

আসানসোল জেলার চুরুলিয়ায় নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় ড. তপন বাগচীর হাতে এ পুরস্কার তুলে দেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাধন চক্রবর্তী।

একাডেমির সভাপতি ড. প্রশান্ত কুমার দে সরকারের সভাপতিত্বে এ সময় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের মন্ত্রী ডা. নির্মল মাঝি, দুর্গাপুর পৌরসভার মেয়র দিলীপ অগাস্থি, একাডেমির সম্পাদক কাজী রেজাউল করিম, নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল চর্চাকেন্দ্রের পরিচালক ড. স্বাতী গুহ, নজরুল বিশেষজ্ঞ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. তপন বাগচীর নজরুলবিষয়ক দুটি গবেষণাগ্রন্থ হলো- ‘নজরুলের কবিতায় শব্দালঙ্কার’ ও ‘নজরুল সাহিত্যের কমালোচিত প্রসঙ্গ’।

এ ছাড়া ‘অদ্বিতীয় নজরুল’ ও ‘কাজী মোতাহার হোসেনের নজরুল চর্চা’ নামে দুটি গ্রন্থ সম্পাদনা করেছেন।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল-রচনাবলির শেষ ৪ খণ্ডের প্রকাশনা সমন্বয়ের দায়িত্ব পালন করেন তিনি।

প্রসঙ্গত, তপন বাগচীর আগে কবি আবদুল কাদির, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম, শেখ লুৎফর রহমান, ফেরদৌসী রহমান, তালিম হোসন, আতাউর রহমান, ফিরোজা বেগম, আসাদুল হক, আবদুল মান্নান সৈয়দ, খালিদ হোসেন, সুধীন দাশ, অনুপম হায়াৎ, ফাতেমাতুজ জোহরা, সালাউদ্দীন আহমেদ, বাবু রহমান, ফেরদৌস আরা, সুজিত মোস্তাফা, রশিদুননবী প্রমুখ শিল্পী ও গবেষক এই পুরস্কার লাভ করেছেন।

তপন বাগচী এর আগে অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার (২০১৫), সাংস্কৃতিক খবর পদক (কলকাতা, ২০১৩), মাইকেল মধুসূদন পদক (২০১২), সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার (২০০৯), মহাদিগন্ত সাহিত্য পুরস্কার (কলকাতা ২০০৮), এম নূরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার (২০০৮), জেমকন সাহিত্য পুরস্কার (২০০৮), অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক (২০০৮), জসীমউদ্দীন গবেষণা পুরস্কার (১৯৯৬), মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার (১৯৯১) পেয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে