ঈদ মানেই আনন্দ, ঈদ মানে অফুরান খুশি। নতুন পোশাক ঈদের আনন্দে যোগ করে নতুন মাত্রা। শুধু পোশাকই নয়, ঈদকে সামনে রেখে ঘর সাজানো থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি কেনার প্রতিও দেখা যায় আলাদা আগ্রহ।
তবে ঈদের এ কেনাকাটা করতে এখন আর আগের মতো ঝক্কিঝামেলা পোহাতে হয় না। এখন আর আগের মতো মার্কেটে না গেলেও চলে। ঘরে বসেই কেনাকাটার সুযোগ দিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস। যানজট আর শপিংমলের ভিড় এড়াতে অনেকেই ঈদের কেনাকাটা সেরেছেন অনলাইনে। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স সাইট, ফেসবুক শপ থেকে নানা পণ্য কিনছেন ক্রেতারা।
রাজধানীতে সব সময়ই ব্যস্ততা, যানজট ও শপিং মলে ভিড়ের বিরক্তি এড়ানোর পাশাপাশি ভার্চুয়াল দুনিয়ায় বাহারি পণ্যের সমাহারে অনলাইনে কেনাকাটা আগের চেয়ে নতুন মাত্রা পেয়েছে। পোশাক থেকে গহনা, প্রসাধনী থেকে নিত্যপণ্য , টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টফোন, ল্যাপটপ, সবই এখন হাত বাড়ালেই অনলাইনে পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী জানান, বর্তমানে ঢাকায় প্রচণ্ড গরম ও যানজটে মার্কেটে গিয়ে পণ্য কেনা রীতিমতো যুদ্ধের কাজ। তাই অনলাইনের মাধ্যমে পছন্দের পোশাকের নকশা, আকার ও পরিমাণ নির্ধারণ করে পণ্যের ফরমাশ দেওয়া যায়। টাকা পরিশোধ করা যায় ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশের মাধ্যমে কিংবা নগদে। অর্ডারের তিন দিনের মাথায় পণ্যটি পেয়ে যাচ্ছি নির্ধারিত ঠিকানায়।
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে পিছিয়ে নেই সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। দিন দিন জনপ্রিয়তা অর্জন করেছে অনলাইন শপিংয়ের ফ্যান পেইজগুলো। ফেইসবুকে পেইজ তৈরি করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাতে দেশি বিদেশি নানান ধরনের পণ্য বিক্রি করছেন। এতে পিছিয়ে নেই নারী উদ্যোক্তারাও। ফেইসবুকের বিভিন্ন মেয়েদের গ্রুপে লাইভে নিজেদের পোশাক দেখিয়ে অনায়াশে তারা বিক্রি করতে পারছেন ক্রেতাদের চাহিদা মোতাবেক পোশাক।