মোদি সরকারের শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট

টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গনে ৮ হাজার অতিথির উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যান্যের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদও উপস্থিত রয়েছেন এই শপথ অনুষ্ঠানে।

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার  পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

universel cardiac hospital

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিতে রাষ্ট্রপতি ভবনের ডায়াসে ওঠার জন্য রওনা দিলে দর্শক সারিতে ‘মোদি, মোদি’ স্লোগান ওঠে। এনডিটিভি ও ইকোনমিকটাইমসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবারের মন্ত্রিসভার সদস্য হিসেবে বিজেপি সভাপতি অমিত শাহ শপথ নিয়েছেন।

অমিত শাহ ছাড়া মন্ত্রিসভায় থাকছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি, এস জয়শংকর, রবি শংকর প্রসাদ, প্রকাশ জাভেদকর, পীযূষ গোয়াল, ধর্মেন্দ্র প্রধান, হারশিমরাত কৌর বাদল, বাবুল সুপ্রিয়, সদানন্দ গৌড়া, নিতিন গড়করি, গিরিরাজ সিং, কিরিন রিজিজু, গজেন্দ্র শেখাওয়াতসহ আরো অনেকে।  

লোকসভা নির্বাচনে ৩৫২টি আসন পেয়েছে এনডিএ। তারমধ্যে বিজেপির জয়লাভ করেছে ৩০৩ আসনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে