নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস।
নটিংহ্যামের আকাশ আজ কিছুটা ঘোলাটে। এমন একটা পরিবেশে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুতেই অস্বস্তিতে পড়ে পাকিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে সরফরাজের দল ১৯.৩ ওভারে স্কোরবোর্ডে ৮৩ রান উঠতেই সাজঘরে পাকিস্তানের ৯ উিইকেট।
১১ বলে ২ রান করে ফিরেছেন ইমাম। শেলডন কটরেলের বলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়েছেন তিনি। ফখর নিজের ইনিংসের শুরুটা করেছিলেন কিন্তু ২২ রান করতেই আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়েছেন তিনি। হারিস সোহেলও রাসেলের বলে হোপকে ক্যাচ দিয়েছেন। থমাসের বলে ২২ রানে সাজঘরে ফিরেছেন বাবর আজম।
৮ রান করে হোল্ডারের বলে অউট হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ । তারপর একই পথে হেটেছেন ইমাদ ওয়াসিম, সাদাব খান, হাসান আলী।
পাকিস্তানের শেষ ভরসা মোহাম্মদ হাফিজ ২৪ বলে ১৬ রান করে আউট গেলে বিশ্বকাপে আরেকটি লজ্জাজনক স্কোরের মুখোমুখি হয় তারা।
তবে শেষ মুহূর্তে ওয়াহাব রিয়াজ ১১ বলে ১৮ রারে কল্যাণে স্কোরবোর্ডে ১০৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
পাকিস্তান স্কোর : ২১.৪ ওভার ১০৫ অলঅউট। ইমামুল হাক ২ ১১), ফখর জামান ২২ (১৬), বাবর আজম ২২ (৩৩০, হারিস সোহেল ৮ (১১) , সরফরাজ আহমেদ ৮ (১২) , মোহাম্মদ হাফিজ ১৬ (২৪) , ইমাদ ওয়াসিম ১ (৩) , সাদাব খান ০ (১) , হাসান আলী ১ (৪), ওয়াহাব রিয়াজ ১৮ (১১) , মোহাম্মদ আমির ৩ (৬)*
ওয়েস্ট ইন্ডিজ বোলার: কোটের্ল ৪-১৮-১, হোল্ডার ৫-৪২-৩, রাসেল ৩-৪ -২, ব্রাথউয়েট ৪- ১৪- ০, থমাস ৫.৪- ২৭- ৪।