র্যাব জনপ্রিয় বিউটি পার্লার ওমেন্স ওয়ার্ল্ড থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করেছে। জব্দ হওয়া এসব পণ্যের অনেকগুলোর মেয়াদ ২০১৬ সালেই শেষ হয়েছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে ধানমন্ডির ২৭ নম্বরে প্রতিষ্ঠানটির একটি ব্রাঞ্চে এ অভিযান চালায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জনপ্রিয় বিউটি পার্লার ওমেন্স ওয়ার্ল্ড থেকে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের কাছে লেভেল ছাড়াও কিছু কসমেটিকস পণ্য পাওয়া গেছে।
নিজাম উদ্দিন আহমেদ বলেন, অবাক হওয়ার মতো তথ্য হচ্ছে আমরা সেখানে ২০১৬ সালে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য পেয়েছি। যা ব্যবহারে নারীদের স্কিনে ক্যান্সারসহ নানা ধরনের রোগ হতে পারে। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ১০ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়েছে।