তামিম সুসংবাদ দিলেও সাইফউদ্দিনকে নিয়ে কাটছেনা শঙ্কা

ক্রীড়া ডেস্ক

তামিম ইকবাল
তামিম ইকবাল। ফাইল ছবি

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবালের খেলা প্রায় নিশ্চিত। তবে সাইফউদ্দিন খেলবেন কি না, সে প্রশ্নের জট এখনো খোলেনি।

লন্ডনে কাল সারাদিন ছিল হিম-মেঘলা আবহাওয়া। সেই মেঘ কেটে আজ পূর্ণ তেজে আলো ছড়াচ্ছে সূর্য, হঠাৎ লন্ডন হয়ে উঠেছে তপ্ত । চিন্তার মেঘ কেটে যাচ্ছে বাংলাদেশ দলেও। চোট থেকে বেশির ভাগ খেলোয়াড়ই সেরে উঠেছেন।

গতকাল ওভালে অনুশীলনে বাঁ হাতে চোট পেয়ে ভয়ই ধরিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। বিকেলে এক্স-রে করে জানা গেল, কোনো চিড় ধরা পড়েনি হাতে। আজ সকালে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দিয়ে গেলেন সুসংবাদ, ও এরই মধ্যে ব্যাটিং শুরু করেছে। সবকিছুই নির্ভর করছে তামিমের ওপর। একজন খেলোয়াড়ই সবচেয়ে নিজের ব্যাপারে ভালো বুঝতে পারে। সিদ্ধান্তটা তাই তামিমের।

ওভাল তামিম ইকবালের ভাগ্য ভেন্যু, সেই মাঠে শুরু হচ্ছে নিজেদের বিশ্বকাপ-যাত্রা। তামিম কি আর বসে থাকেন! ৮০ ভাগ ফিট থাকলেও তাঁর খেলার কথা। মাশরাফির কথায় যেটা মনে হলো, তামিম প্রায় শতভাগ ফিট।

বাঁহাতি ওপেনার সুসংবাদ দিলেও সাইফউদ্দিনের খেলার ব্যাপারে এখনো কিছু বলার উপায় নেই। পরশু ব্যথানাশক ইনজেকশন নিয়েছিলেন। কাল ছিলেন পূর্ণ বিশ্রামে। আজ ছিল তাঁর ফিটনেস পরীক্ষা। দুপুরে ফিজিও, ট্রেনার আর পেস বোলিং কোচের কাছে দেওয়া সেই পরীক্ষায় সাইফউদ্দিন উত্তীর্ণ হতে পেরেছে কি না, বলার উপায় নেই। সাইফউদ্দিনকে নিয়ে ফিজিও, ট্রেনার, পেস বোলিং কোচ-কাউকেই সন্তুষ্ট মনে হলো না।

এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাফে চোট পাওয়া মোস্তাফিজুর রহমান পুরো সেরে উঠেছেন, গত দুদিন নেটে তাঁর পূর্ণ ছন্দে বোলিং সেই বার্তাই দিচ্ছে। কার্ডিফে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মাশরাফিও। অধিনায়ক ফিট আছেন কিনা সংবাদ সম্মেলন শেষে এমন প্রশ্ন করতেই হাসলেন মাশরাফি, ‘এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন!’ মাশরাফির হাসিতেই পাওয়া গেল উত্তরটা।

ইংলিশ আবহাওয়া নিয়ে নিশ্চিত কিছু বলার উপায় না থাকলেও আপ্তবাক্যটা মেনে নিয়েই বলতে হচ্ছে, কাল রোদ-মেঘের খেলা থাকলেও ওভালে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। এখন চোট বা নেতিবাচক যেকোনো কিছুর উপদ্রব থেকে বাংলাদেশ দূরে থাকলেই হয়

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে