টসে জিতলে দিমুথ করুণারত্নেও নাকি ফিল্ডিং বেছে নিতেন। কারণটি সেটা বুঝতে পাওয়ার প্লে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। ৯ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। পরের ৩ উইকেট হারাতে অত অপেক্ষাও করতে হয়নি!
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ২৯.২ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে তারা ।
ব্যাট করতে নেমে ম্যাট হেনরিকে ৪ মেরে ইনিংসে শুভ সূচনা করেছিলেন শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। কিন্তু প্রথম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয় তাঁকে। প্রযুক্তির কাছে কপাল পুড়েছে লঙ্কান এই ওপেনারের। বোলার হেনরির আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন উইলিয়ামসন। আর প্রথম রিভিউতেই সফল নিউজিল্যান্ড অধিনায়ক। দলীয় ৪ রানেই ফিরে যেতে হয় থিরিমান্নে।
ওয়ান ডাউনে কুশল পেরেরা এসে শুরুটা করেছিলেন দারুণ। ওপেনার দিমুথ করুনারত্নের সঙ্গে ভালোই শুরু করেছিলেন। ৪৭ বলে ৪২ রানের জুটি গড়েছিলেন দুজন। নবম ওভারে পর পর দুই বলে শ্রীলঙ্কাকে আবার ব্যাক ফুটে পাঠিয়ে দিয়েছেন হেনরি। ২৪ বল খেলে ২৯ রান করে ফিরতে হয় তাঁকে হেনরির বলে। ছক্কা মারতে গিয়ে মিড অন পর্যন্তই পৌঁছাতে পেরেছেন পেরেরা। পরের বলেই কুশল মেন্ডিস স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে।
নিউজিল্যান্ডের পরের সাফল্য পেতে দেরি হয়নি, বল হাতে পেয়েই ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন লকি ফার্গুসন। ১৪৭ কিলোমিটার গতির বলটি ভয়ংকরভাবে ভেতরে ঢুকে হতভম্ব করে দিয়েছিল ডি সিলভাকে। ৯ বল খেলেও শূন্য কাটাতে না পেরে গ্র্যান্ডহোমের বলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ফার্গুসনের গতির তোপে একটু পরেই ফিরেছেন জীবন মেন্ডিস।
কিন্তু ২৩ বলে ২৭ রান করে থিসারা পেরেরা ফিরে গেলে সম্মানজনক সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেয়া অধিনায়ক করুণারত্নে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। ৮৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।