পূর্ব এশিয়ায় স্বর্ণভিত্তিক অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার জাপানের টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে এই প্রস্তাব দেনি তিনি।
- আরও পড়ুন>> আজ দিবাগত রাতে পবিত্র শবেকদর
এ সময় মাহাথির বলেন, এটি বাস্তবায়ন করা গেলে এই অঞ্চলের দেশগুলো ডলার নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের সবাই পরস্পরের কাছাকাছি আসতে চাইলে আমাদের একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থার দিকে যেতে হবে। স্থানীয়ভাবে সেই মুদ্রা ব্যবহার করা নয়, অঞ্চলগত বাণিজ্যে তা ব্যবহার করা যেতে পারে।