চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফ্যাংগি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয়কর হবে। এ সময় তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা বিতর্কে মধ্যস্থতা না করতে ওয়াশিংটনকে হুশিয়ারি দেন তিনি।
আজ রোববার সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংগ্রি-লা সংলাপে তিনি এ মন্তব্য করেন। -খবর রয়টার্স ও এনডিটিভির
স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থন বাড়াতে যাওয়ার উদ্বেগ চীন ক্ষুব্ধ। এছাড়া চীনের মূল ভূখণ্ড থেকে দ্বীপটিকে বিচ্ছিন্ন করা তাওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে কেউ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অন্তর্ভুক্ত বলে মনে করে বেইজিং। দরকার হলে শক্তি প্রয়োগ করে ভূখণ্ডটিকে নিজেদের অধিকারে নিয়ে আসার কথাও বলেছে তারা।
ওয়ে ফ্যাংগি বলেন, চীনকে খণ্ডিত করার কোনো উদ্যোগ সফল হবে না। তাইওয়ান প্রশ্নে যেকোনো হস্তক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হবে।
এর আগে সিঙ্গাপুরের ওই বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, এশিয়ায় চীনের আচরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রর আর আঙ্গুলে ভর দিয়ে চলবে না।