বাংলাদেশ আজ রোববার বিশ্বকাপে এবং ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। সাকিব আল হাসান (৭৫) এবং মুশফিকুর রহিমের (৭৮) ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
জবাবে ব্যাট করছে প্রোটিয়ারা। তবে জয়ের আগে বিশ্বকাপের পরিসংখ্যান স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। এখন পযর্ন্ত বিশ্বকাপে কোনো দল এত বিশাল রান তাড়া করে জিততে পারেনি। টাইগারদের হারাতে হলে তাই রেকর্ড করতে হবে ফাফ ডু প্লেসিসের দলকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রোটিয়ারা ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে।
২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানে লক্ষ্য ভেঙে জিতেছিল আয়ারল্যান্ড। এখন পযর্ন্ত অক্ষুন্ন আছে রেকর্ডটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান বিশ্বকাপ ও ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। ২০১৫ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান করেছিল টাইগাররা। আর ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করতে নেমে ৩২২ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।