চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।