বায়ুদূষণ হ্রাস করছেন আমিরাতের জনগণ

আন্তর্জাতিক ডেস্ক

বায়ুদূষণ
বায়ুদূষণ। ছবি: সংগৃহিত

সংযুক্ত আরব আমিরাতের বায়ুদূষণ ঠেকাতে সরকারের কার্যকর উদ্যোগের অভাবে ভুগতে হচ্ছে জনগণকে। এ অবস্থায় শুধু সরকারের দিকে চেয়ে না থেকে নিজেরাই সচেতনতামূলক পদক্ষেপ নেয়া শুরু করেছেন দেশটির বাসিন্দারা।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ৫৭ শতাংশ নাগরিক বায়ুদূষণ কমাতে নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ২০ থেকে ২৭ মে আরব আমিরাতের জনগণের ওপর ওই সমীক্ষা চালায় ইউগভ। পদক্ষেপগুলোর মধ্যে ৬৯ শতাংশ লোক কম বিদ্যুৎ ব্যবহার করেন।

universel cardiac hospital

তাপমাত্রা ২৪ ডিগ্রির উপরে না থাকলে এয়ারকন্ডিশনার চালু করেন না ৬১ শতাংশ, রান্না ও ধোয়া-মোছার কাজে মেশিন কম ব্যবহার করেন ৫৮ শতাংশ ও দ্রুত গোসল করেন ৫৬ শতাংশ নাগরিক।

অনেকেই বাসার ভেতরে গাছ লাগান ও ধূমপান পরিহার করেন। অযথাই গাড়ির ইঞ্জিন চালু না রাখা ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে দেয়া লোকের হার বাড়ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে