সৌদিতে ঈদ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

ঈদ
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ হিসেবে মঙ্গলবার (০৪ জুন) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার (০৫ জুন) ঈদ উদযাপিত হবে।

সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কমিটি আজ সোমবার রাতে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

universel cardiac hospital

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান-সহ আরও কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

ব্যাঙ্ককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (০৫ জুন) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে