ইনফান্তিনো দ্বিতীয় মেয়াদে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত

ক্রীড়া ডেস্ক

ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো
ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো। ফাইল ছবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ফিফা প্রেসিডেন্ট হলেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন উয়েফার সাবেক প্রেসিডেন্ট।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৮ বছর পর সভাপতির দায়িত্বে থাকা সেপ ব্ল্যাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো।

universel cardiac hospital

২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত প্রথম মেয়াদের বড় পদক্ষেপ ছিল তার। এছাড়া ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করায় তার অবদান ছিল চোখে পড়ার মত।

সামনের সময়টাতে সকলের সহযোগিতায় বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নে কাজ করতে চান এই সুইস।

এর আগে, ২০০০ সালে ইউরোপিয়ান ফুটবল সংস্থার প্রধান হিসেবে উয়েফার দায়িত্ব নেন ইনফান্তিনো। সেখানে ভালো করায় ৯ বছর পর প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপকের দায়িত্ব পান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে