ভারতের বিরুদ্ধে পছন্দের উইকেট বানিয়ে জেতার অভিযোগ!

ক্রীড়া ডেস্ক

পছন্দের পিচ বানিয়ে জেতার অভিযোগ ভারতের বিরুদ্ধে!
পছন্দের পিচ বানিয়ে জেতার অভিযোগ ভারতের বিরুদ্ধে

গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে ভারত। আইসিসি র‌্যাংকিংয়ে উপরের সারিতে রয়েছে দলটি। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ড বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া।

চলমান বৈশ্বিক টুর্নামেন্টে শুরুটাও দুর্দান্তভাবে করেছে কোহলি বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তারা। প্রতিপক্ষকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপযাত্রা শুরু করেছেন কোহলিরা।

স্বাভাবিকভাবেই খুশি জোয়ারে ভাসছেন ভারত সমর্থকেরা। আনন্দিত কোহলি- রোহিতরা। সেই রেশ না কাটতেই তাদের গায়ে কলঙ্কের কাদা ছিটকে লাগল। অভিযোগ উঠেছে, নিজেদের পছন্দসই পিচ বানিয়ে উইকেট থেকে সুবিধা নিয়েছেন তারা। মনমতো উইকেট তৈরি করেই প্রোটিয়াদের বিপক্ষে জিতেছেন মেন ইন ব্লুরা।

এ নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, ভারতীয় দলের মতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট বানানো হয়েছে। তাদের দাবি, নিজেদের পছন্দের উইকেট বানিয়েই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।

একদল মনে করেন, আর্থিক দিক দিয়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে স্বচ্ছল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের মতো উইকেট তৈরি করার জন্য আইসিসিকে জোর করেছে বোর্ড। সেটা ফেলতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার সাউদাম্পটনে বিশ্বকাপের ৮ম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় স্কোরবোর্ডে ২২৭ রান তুলতে সক্ষম হন প্রোটিয়ারা। ভারতীয়দের হয়ে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল একাই শিকার করেন ৪ ব্যাটসম্যান।

জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন কোহলি ব্রিগেড।

তথ্যসূত্র: স্পোর্টজেডউইকি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে