বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক লাকী আখান্দ এর ৬৩তম জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে ডুডল তৈরি করেছে গুগল। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এই ডুডল দেখা যাচ্ছে। ডুডলে গিটার হাতে দেখা যাচ্ছে লাকী আখান্দকে।
আশির দশকের তুমুল জনপ্রিয় এ শিল্পীর নিজের গাওয়া ও অন্য কণ্ঠশিল্পীদের জন্য সংগীতায়োজনে করা বিখ্যাত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- এই নীল মণিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না, মামনিয়া, আগে যদি জানতাম, হৃদয় আমার, যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর এসেছে, কে বাঁশি বাজায় রে, বিতৃষ্ণা জীবনে আমার, কি করে বললে তুমি, লিখতে পারি না কোনও গান, ভালোবেসে চলে যেও না প্রভৃতি।
লাকী আখান্দ এর প্রথম সলো অ্যালবাম ‘লাকী আখান্দ’ ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’ এর সদস্য। তার জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে তালিম নেন।