দলীয় প্রধানের পদ ছাড়লেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক

থেরেসা মে
ফাইল ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তার দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। তবে দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন তিনি। খবর বিবিসির।

যুক্তরাজ্যের নিয়মানুযায়ী পার্টির প্রধানের পদ ছাড়লে প্রধানমন্ত্রী পদও থাকে না।

universel cardiac hospital

ব্রেক্সিট নিয়ে চুক্তিতে উপনীত হতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সপ্তাহ দুয়েক আগে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়ে থেরেসা বলেছিলেন, ৭ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

তার পদত্যাগের কারণ হিসেবে থেরেসা বলেছিলেন, যুক্তরাজ্যের স্বার্থে ব্রেক্সিট এগিয়ে নেওয়ার জন্য একজন নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজনীয়তা এখন তার কাছে স্পষ্ট।

বিবিসি জানায়, টেরিজা মে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তার দলের ১১ এমপি দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন। যিনি জিতবেন তিনি আপনা-আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও হবেন।

জুলাইয়ের চতুর্থ সপ্তাহে নতুন দলীয় প্রধানের নাম ঘোষণা করা হতে পারে। এই সময়ে মে দলের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে