দিনাজপুরে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস আটকে দিল জনতা

সারাদেশ ডেস্ক

দিনাজপুরে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস আটকে দিল জনতা
বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস আটকে দিল জনতা

আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর দাবিতে বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছেন স্থানীয়রা। এর আগে বিরল, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার মানুষ স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে পুলিশের সহায়তায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

মঙ্গলপুর রেলওয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, বেলা ২টা ৩৮ মিনিট থেকে ২টা ৫২ মিনিট পর্যন্ত মোট ১৪ মিনিট স্থানীয় জনসাধারণ নতুন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস আটক করে রাখে। এ সময় তারা মঙ্গলপুর স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানায়। পরে পুলিশের সহায়তায় ট্রেনটি মঙ্গলপুর স্টেশন ছেড়ে যায়।

universel cardiac hospital

এ সময় স্থানীয় মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাসান আলী, মিলন হোসেন, শহিদুল ইসলাম, আমান, মিঠু, রানা হুমায়ন, শাহিনুর ইসলাম, সালমান হোসেন,ইয়াছিন আলী, বকুল, আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মঙ্গলপুর স্টেশনে ট্রেন থামানো হলে এখান থেকে তিন উপজেলার যাত্রীরা সুবিধা পাবেন। বিরল, কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে