ব্রিস্টলে বৃষ্টি বন্ধই হচ্ছে না। মাঝে একটু কম থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবারও শুরু হয়েছে। কখনও জোরেও হচ্ছে। সবমিলিয়ে শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি।
স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় (বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) টস হওয়ার কথা ছিল। কিন্তু সময়মতো টস করা সম্ভব হয়নি। মাঝে বৃষ্টি একটু কম থাকায় গ্রাউন্ডসম্যানরা মাঠ শুকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরে আবারও বেশ বেগে বৃষ্টি শুরু হয়।
আম্পায়াররা ম্যাচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তবে শুরু হওয়ার সময় থেকে প্রায় পৌনে দুই ঘন্টা হয়ে যাওয়ার পরও যেহেতু মাঠ প্রস্তুতের কাজই শুরু করা যায়নি, তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
- জলবায়ু পরিবর্তন ইস্যু : একসঙ্গে কাজ করবে ঢাকা-হেলসিংকি
- অবশেষে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়াচ্ছেন মে
- ঐতিহাসিক ৬ দফা দিবস আজ
পাকিস্তান আর শ্রীলঙ্কা দুই দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে, জয়ও সমান একটি করে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কাছে হারের পর জিতেছে আফগানিস্তানের বিপক্ষে।
আর পাকিস্তান প্রথম ম্যাচে রীতিমত নাকাল হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হট ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে দেয় আনপ্রেডিক্টেবলরা।