এখনও পরিচয় মেলেনি দুমকিতে উদ্ধার হওয়া নবজাতকের

সারাদেশ ডেস্ক

উদ্ধার হওয়া নবজাতক (ছবি সংগৃহীত)

ঈদের আগের দিন পটুয়াখালীর দুমকিতে রাস্তার পাশে একটি ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত পাঁচদিনেও নবজাতকটির পরিচয় মেলেনি।

গত মঙ্গলবার ওই উপজেলার বাদশা বাড়ি এলাকায় রাস্তার পাশে গাছতলায় কাপড়ের তৈরি ব্যাগের মধ্যে নবজাতককে দেখেন স্থানীয় মো. সোহরাব হোসেন গাজী ও তার স্ত্রী মোসা. নূরজাহান বেগম। 

বর্তমানে নবজাতকটি সোহরাব-নূরজাহান দম্পতির কাছে রয়েছে।

সোহরাব হোসেন গাজী বলেন, সকালে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে গাছতলায় শিশুর কান্নার শব্দ শুনতে পাই। সামনে এগিয়ে গিয়ে দেখি, একটি লাল রংয়ের ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। পরে ব্যাগটি খুলে দেখি, একটি নবজাতককে পিপড়ায় আকড়ে ধরেছে। এ অবস্থায় ওইখান থেকে নবজাতকটিকে নিয়ে আসি। এখন নবজাতকটি আমার কাছেই আছে।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এই নবজাতকটি কার তার কোনো হদিস এখনও পাওয়া যায়নি। নবজাতকটিকে দেখভাল করার জন্য সোহরাব-নূরজাহান দম্পতিকে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে