ব্যাটিংয়ে ঝড় তুলেছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

দু’দিন বৃষ্টির কারণে ঢেকে রাখতে হয়েছিল কার্ডিফের উইকেট। সবুজ উইকেটে বোলাররা শুরুতে ভালো করবেন। মাশরাফি তাই টস জিতে বোলিং নেন। তবে আক্রমণ শুরু করেন স্পিনার সাকিবকে দিয়ে। অন্য প্রান্তে ছিলেন মাশরাফি মর্তুজা। শুরুতে নিয়ন্ত্রিত শুরু করলেও ঝড় তুলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলেছে। ব্যাটিংয়ে আছেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো। রয় ৩৮ এবং বেয়ারস্টো ২৭ রানে ক্রিজে আছেন।

ইংল্যান্ডকে শক্তিশালী দলে পরিণত করেছেন দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর। মারকুটে ব্যাটিং করেন তারা। কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠতে চাইবেন তারা। টাইগারদের সেরা ভরসা তামিম ইকবাল। তিনিও এখন পর্যন্ত ব্যর্থ। বাংলাদেশ ভক্তরা চেয়ে থাকবেন তার দিকে।

বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়ে খেলছে। ইংল্যান্ড দলে এসেছে এক পরিবর্তন। অফ স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বাদ দিয়ে তারা পেসার লিয়াম প্লাঙ্কেটকে দলে নিয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে