কার্ডিফের আকাশে হাসছে রোদ

ক্রীড়া ডেস্ক

কার্ডিফের আকাশে মেঘ থাকলেও আছে রোদ

টানা বৃষ্টি হয়েছে কার্ডিফে। রাস্তাঘাটে পানি জমে জলমগ্ন হয়ে পড়ে কার্ডিফের ভ্যালি অফ গ্ল্যামারগন, মনমাউথশায়ারসহ বেশ কয়েকটি এলাকায়। তবে আশার কথা হচ্ছে ওয়েলসের এই শহরটি এখন অনেকটাই শান্ত। ঝড় যা ওঠার তা উঠবে সোফিয়া গার্ডেনে।

শুক্রবারের পর আর বৃষ্টি হয়নি কার্ডিফে। আকাশে রোদ হাসছে। তবে দুপুর নাগাদ মেঘ উঠতে পারে আবার। তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। বৃষ্টি একটু হলেও তা ম্যাচ ভাসিয়ে দেওয়ার মতো হবে বলে মনে হচ্ছে না। তবে মেঘের কারণে পেস বল ভালো হতে পারে। তাছাড়া বৃষ্টির কারণে দু’দিন ঢাকা ছিল উইকেট। সবুজ ঘাস উঠবে উইকেটে এও অজানা নয়।

সকাল থেকেই অবশ্য কার্ডিফের আকাশে কয়েকখণ্ড কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। সকাল আটটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও ছিল। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, কার্ডিফে শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। কার্ডিফে তাই বাংলাদেশ দলকে লড়তে হবে কন্ডিশন এবং ইংলিশ দর্শকদের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে লন্ডনের ওভালে ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে পুরোপুরি মিরপুরের আবহ পেয়েছে টাইগাররা। তবে কার্ডিফে ঠিক তেমনটা হবে না। ইংলিশ দর্শকই বেশি থাকবে সেখানে। নিজ দেশে খেলা বলে কথা। তবে বাংলাদেশী সমর্থক একেবারে কম থাকবে না।

এবারের বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শিরোপাপ্রত্যাশী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের হার। ভালো খেলেছে টাইগাররা। তবে এখনও তামিমের ব্যাট হাসেনি। বল হাতে ভেলকি দেখাতে পারেননি মাশরাফি। মরগানদের বিপক্ষে আলো থাকবে এই দু’জনের দিকে। ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বোচ্চ চারশ’ ছাড়ানো রান তামিমের। সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে