ইসির নিয়োগ পরীক্ষার সূচিতে সামান্য পরিবর্তন

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন
ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের কর্মচারী নিয়োগের বাছাই (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী ২১ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব ও ইসির উপসচিব মো. সাবেদ উর রহমান সই করা এক নথি সূত্রে এ তথ্য জানা গেছে।

universel cardiac hospital

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের কর্মচারী নিয়োগের বাছাই (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সময়সূচি সংবলিত বিজ্ঞপ্তি গত ২৯ মে দেয়া হয়।

সংশোধনী অনুযায়ী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পরীক্ষায় সময়ের পরিবর্তন আনা হয়েছে।

অফিস সহায়কের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টার পরিবর্তে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে। আর নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পরীক্ষা বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার পরিবর্তে সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত করা হয়েছে।

এ ৩ পদ ছাড়া বাকিগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়নি।

সূত্র মতে, ২১ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যথারীতি ক্যাটালগার (উচ্চ স্কেল), সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে