অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১৩ পরিবহনকে জরিমানা

সারাদেশ ডেস্ক

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১৩ পরিবহনকে জরিমানা
ছবি - সংগৃহিত

রাজধানীমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও হয়রানির অভিযোগে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি পরিবহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

universel cardiac hospital

এসিল্যান্ড জাকির হোসেন জানান, পাটুরিয়া ঘাটে রাজধানীতে কর্মমুখী যাত্রীদের কাছ থেকে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় ঢাকামুখী যাত্রীসেবা, শুভযাত্রা, নীলাচল, ধামরাই-গুলিস্থান, নিরাপদ ও শান্তি নামক ১৩টি পরিবহনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহন মালিক-শ্রমিককে বাড়তি ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।

দিকে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়ার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে