আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসরে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। ফলে সেমিফাইনালে খেলার পথ বন্ধুর হয়ে গেছে। তাই লংকানদের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া তারা।
তবে ভাবাচ্ছে ব্রিস্টলের বৃষ্টি। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা বলছেন, বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে বড় ক্ষতি হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম তিন ম্যাচের একটি ভেসে গেলে অত সমস্যা হতো না। তবে এ ম্যাচটা পণ্ড হলে বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। আশা করছি, আবহাওয়া পূর্বাভাস যাই বলুক-ম্যাচটা যেন হয়।
শ্রীলংকার বিপক্ষে সবশেষ তিন দেখায় জিতেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এবং এশিয়া কাপে লংকানদের হারিয়েছে টাইগাররা।
তবে বিশ্বকাপে তিনবারের দেখায় একবারও জয় পায়নি তারা। এ ম্যাচে জিততে হলে তাই রেকর্ড ব্রেক করতে হবে। এক্ষেত্রে সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।
- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেফতার
- ঈদযাত্রা : সড়ক দুর্ঘটনায় নিহত ১৪২, আহত ৩২৪
- তথ্য ফাঁসের দায়ে দুদকের এনামুল বাছির সাময়িক বরখাস্ত
এদিকে তামিম-মাহমুদল্লাহর মতো অভিজ্ঞদের ফর্ম চিন্তায় ফেলেছে বাংলাদেশকে। এমনকি মাশরাফির কাছ থেকেও সেরাটা পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, গ্যারান্টি-ওয়ারান্টি দিয়ে কেউ কখনো ভালো খেলতে পারে না। দলে সিনিয়রদের দায়িত্ব বেশি থাকে। সবাই সেটা অনুভব করছে। আমি নিজের পারফরম্যান্স নিয়েও খুশি নই।