জারদারিকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তান সংসদ মুলতবি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

জারদারিকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তান সংসদ মুলতবি
ছবি : ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারিকে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় গ্রেফতারের ঘটনায় দেশটির সংসদে তুমুল হট্টগোল হয়েছে।

আজ সোমবার সংসদের অধিবেশনে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে সুযোগ না দিয়ে রেলমন্ত্রী শেখ রশিদকে মাইক দেয়ায় সংসদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন পিপলস পার্টির সংসদ সদস্যরা। খবর ডন ও জিয়ো নিউজের।

universel cardiac hospital

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।

খবরে প্রকাশ, পিতার গ্রেফতারের পর পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সংসদে প্রবেশ করলে পিপলস পার্টির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার। ছবি : জিয়ো নিউজ

স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিরোধী সংসদ সদস্যরা বিলওয়ালকে বক্তব্য দেয়ার অনুরোধ করেন। এর মধ্যে স্পিকার কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রশিদের নাম ঘোষণা করেন।

বিক্ষুদ্ধ পিপলস পার্টির সদস্যরা এ সময় স্পিকারের আসনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। জারদারির মুক্তি চেয়ে এ সময় স্লোগান দিতে থাকেন তারা।

জানা যায়, পিপলস পার্টির সদস্যদের বিক্ষোভে সংসদজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্পিকার আজকের মতো সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সংসদ থেকে বের হয়ে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশনে আমার কণ্ঠকে থামিয়ে দেয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে