আগামী ১৫ জুন নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজকরা জানান, ১৫ জুন সকাল ৯টায় খেলা শুরু হবে। ম্যাচ শেষে দুপুরে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচটি মাঠে বসে সরাসরি উপভোগ করতে পারবেন যে কেউ।
সেইসাথে র্যাফেল ড্রয়ের মাধ্যমে দর্শকরা পেতে পারেন ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলা দেখার সুযোগ। ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের তত্ত্বাবধায়নে গত ১৬ মার্চ শুরু হয় বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯, যেখানে ১৬টি গ্রুপে অংশ নেয় দেশের ৬৪টি দল।
- একাদশে ভর্তি : প্রথম পর্যায়ে মনোনিত ১৩ লাখ শিক্ষার্থী
- তথ্য ফাঁসের দায়ে দুদকের এনামুল বাছির সাময়িক বরখাস্ত
- ‘রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে রাখা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ’
বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, টুর্নামেন্টের মূল উদ্দেশ্যে অবহেলিত বিভিন্ন অঞ্চলের ক্ষুদে ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের ক্রিকেট প্রতিভাকে শানিত করে সামনের দিকে এগিয়ে নেয়া।