বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস বিলম্ব

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টস বিলম্ব
বৃষ্টির কারণে একটু আগে মাঠ পর্যবেক্ষণেই যেতে পারেননি আম্পায়াররা। ছবি: এএফপি

বৃষ্টির কারণে ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টসে বিলম্ব হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা ছিল। সেই অনুযায়ী বেলা তিনটায় টস হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। বেলা সাড়ে তিনটায় ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল হয়।

দ্বিতীয় দফায় বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের কথা ছিল। তবে বৃষ্টি অব্যাহত থাকায় এই দফায়ও পরিদর্শন বাতিল হয়।

universel cardiac hospital

আপাতত তাপমাত্রা ছয় ডিগ্রির নিচে। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। তাই খেলা শুরু হলেও শীতের জন্য অতিরিক্ত কাপড় পরে মাঠে নামতে হবে ক্রিকেটারদের।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। অপরদিকে শ্রীলঙ্কাও প্রথম তিন ম্যাচের একটিতে জিতেছে। তাই শেষ চারে যেতে দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে