জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় ৫ জওয়ান নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে হামলায় ভারতীয় ৫ জওয়ান নিহত
জম্মু-কাশ্মীরে হামলায় ভারতীয় ৫ জওয়ান নিহত। ছবি: এএনআই

বিচ্ছিন্নতাবাদীদের হামলায় জম্মু-কাশ্মীরে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের(সিআরপিএফ) ৫ জওয়ান নিহত হয়েছেন।

এছাড়াও আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন পুলিশ ও একজন বেসামরিক কর্মকর্তার রয়েছেন।

অনন্তনাগ পুলিশ স্টেশনের কর্মকর্তা আরশাদ আহমেদ জানান, হামলায় আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরে পাঠানো হয়েছে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলায় আজ বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, দুই বিচ্ছিন্নতাবাদী এই হামলা চালালে তাদের একজনকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে।

বিদ্রোহীদের স্বয়ংক্রিয় রাইফেল ও গ্রেনেড হামলায় সিআরপিএফ জওয়ানরা নিহত হয়েছেন।

তবে ভারতীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুক লড়াই এখনো চলছে।

পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার মাস কয়েক পর নতুন এই হামলার খবর আসলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে