চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. শিরিন আখতার

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপ-উপাচার্য ও বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শিরিন আখতার।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ আগামী ১৫ জুন শেষ হওয়ায় চলতি দায়িত্ব হিসাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ড. শিরিন আখতার বিশ্ববিদ্যালটির উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

universel cardiac hospital

পূর্ণ মেয়াদে না হলেও তিনিই বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম কোনো নারী উপাচার্য। সর্বশেষ তিনি নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটিতে একমাত্র নারী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে