নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে আসামির পক্ষের লোকদের সঙ্গে কারারক্ষীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মারুফ নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কারাগারের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারারক্ষী বাদল ছাড়া অন্য আহতদের নাম জানা যায়নি। আটক আবদুল্লাহ আল মারুফ ফতুল্লার রামারবাগ এলাকার ফজলুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার একটি মারামারি মামলায় বৃহস্পতিবার বিকেলে কারাগার থেকে একজনেরর জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল। তাকে অভ্যর্থনা জানাতে সেখানে হাজির হন তার অনুগামীরা। এ সময় এক কারারক্ষী এসে তাদের বাইরে চলে যেতে বলেন। এ নিয়ে কারারক্ষীর সঙ্গে আগতদের তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় বাদল নামে এক কারারক্ষীসহ দুইজন আহত হন।
- আরও পড়ুন>> ‘রাজহাঁস থেকে পালক উঠাও, তবে সাবধান’
এক পর্যায়ে অতিরিক্ত কারারক্ষীরা ঘটনাস্থলে এলে অনেকে বের হয়ে যান। তবে মারুফ নামে একজনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ জানান, একটি গ্রুপ কারা ফটকের সামনে এসে হৈ চৈ করছিল। বাধা দিলে কারারক্ষীদের সঙ্গে অশোভন আচরণ করে তারা। এক পর্যায়ে বাদল নামে এক কারারক্ষীকে মারধর করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন জানান, ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।