আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার বড়তল্লা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়তল্লা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে সুজন (১৪) এবং রিফাত (১৩)।  খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহদদের লাশ উদ্ধার করে।

universel cardiac hospital

পুলিশ জানায়, ১৫ জুন  (শনিবার) বিকেলে বড়তল্লা গ্রামের সুজন ও রিফাত রেললাইনের পাশে খেলা করার সময় এক লাইনে মালবাহী ট্রেন আসতে দেখে অপর আরেকটি লাইনে গিয়ে বসে। কিন্তু ওই লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আসার বিষয়টি তারা হয়তোবা খেয়াল করেনি। পরে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) শ্যামল কান্তি দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ অভিযোগ না করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে