‘কারিগরি শিক্ষা নিয়ে কোনো ছাত্র বেকার নেই’

ডেস্ক রিপোর্ট

কারিগরি শিক্ষা
ফাইল ছবি

কারিগরি শিক্ষা প্রসারে দেশে স্বনির্ভরতার হার বেড়েছে কয়েকগুণ। সরকার কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছে। কারিগরি শিক্ষা নিয়ে কোনো ছাত্র এখন আর বেকার নেই।

আজ শনিবার বিকালে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

এর আগে জাহিদ মালেক সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র‌্যালি বের করে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে