সিঙ্গেল ডিজিট ইস্যুতে ব্যাংকগুলোকে প্রধানমন্ত্রীর হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট

পত্রিকা-টিভির মালিকদের ঋণের খবর নিতে বললেন প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না আনলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাংক ঋণ সংক্রান্ত প্রশ্নের জবাবে এই হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

universel cardiac hospital

তিনি বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। আর ব্যাংক ও পুঁজি বাজার সংস্কার করা হবে। এ জন্য সংশোধন করা হবে ব্যাংক কোম্পানি আইন।

প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও ব্যাংকমালিকরা ঋণের সুদ হার ৯ শতাংশ এবং আমানতকারীর সুদ হার ৬ শতাংশ বাস্তবায়ন করেনি বিষয়টি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আপনারা (সাংবাদিক) জানেন আমরা সব সময় চেষ্টা করেছি ঋণের সুদ হার যেন সিঙ্গেল ডিজিটে থাকে। এটি রাখতে গিয়ে আমার কতগুলো সুবিধা দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, কিন্তু অনেক বেসরকারি ব্যাংক সেটি মানেনি। প্রস্তাবিত বাজেটে এ প্রসঙ্গে নির্দেশনা দেয়া আছে। এ ব্যাপারে একটি কঠোর ব্যবস্থা নেয়া হবে। ব্যাংকগুলোকে সিঙ্গেল ডিজিটে সুদ হার নির্ধারণের নিময় মেনে চলতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে