বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বিচারপতি মানিকের কটূক্তির প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।
জাতীয়তাবাদী যুবদলের ওই বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সত্যকে কোনোদিনই মুছে ফেলা যাবে না; বরং শাসকগোষ্ঠীর বিকৃত ইতিহাসকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
তিনি বলেন, দেশ থেকে মহান মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস মুছে ফেলা হচ্ছে আর বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বিচারপতি মানিকের মতো বর্তমান শাসকগোষ্ঠীর দোসররা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখছেন-বানোয়াট মন্তব্য করছেন।
- মৃত্যুকে আলিঙ্গন করেই ফিরেছি বাংলাদেশের মাটিতে : প্রধানমন্ত্রী
- অনুশীলনে চোট পেলেন মুশফিক
- মোয়াজ্জেমকে গ্রেফতারে পুলিশের গাফিলতি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
রিজভী বলেন, এরা ক্ষমতাসীনদের উচ্ছিষ্ট। অবান্তর, অসত্য ও বিকৃত বক্তব্য প্রদানের জন্য মানিকের মতো বিকারগ্রস্ত লোকদের মাঠে নামিয়েছে সরকার। এদেরকে একদিন উচিৎ শিক্ষা দেবে এদেশের জনগণ।
এ সময় তিনি এ ধরনের কটূক্তিকারী ব্যক্তিদের সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।